ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় গেল প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় গেল প্রাণ ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মো. আলী হোসেন (৩৭) নামের এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

দুই কন্যার জনক আলী হোসেন উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর ইউনিয়নের মো. আখেরুজ্জামানের ছেলে।  তিনি কৃষিকাজ করতেন, পাশাপাশি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে মহান বিজয় দিবস উপলক্ষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিতে যাওয়ার পথে নিজামপুর পুলিশি তদন্তকেন্দ্র এলাকায় ঢাকাগামী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস আলী হোসেনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিজামপুর পুলিশি তদন্ত কেন্দ্রের সহকারী উপপুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, ঢাকামুখি যাত্রীবাহী সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। ওইসময় সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়া একজন পথচারী বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। বাসটি কুমিরা হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।