ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাসের সিটের নিচে মিলল অস্ত্র, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
বাসের সিটের নিচে মিলল অস্ত্র, গ্রেফতার ২

চট্টগ্রাম: চন্দনাইশে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপ গানসহ দুই যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার বিজিসি ট্রাস্ট এলাকা অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, মোহাম্মদ বাদশা মিয়া (২৫), আব্দুল আজিজ মুন্না (২২)। তাদের দুই জনের বাড়ি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পশ্চিম পাগলীর বিল এলাকার বাসিন্দা।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চন্দনাইশ এলাকায় বাসে তল্লাশি চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ নামক বাসের পিছনের সিটের নিচ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসময় দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।