চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। যে রাষ্ট্রে কেউ খাদ্য ও বস্ত্রের অভাবে দিনাতিপাত করবে, আর কেউ অবৈধ পন্থায় অর্থবিত্তের পাহাড় জমাবে- এমনটা হবে না।
রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর অধীন কোতোয়ালী থানার ২১ নম্বর জামালখান ওয়ার্ডের দুস্থ, অসহায়দের মাঝে শীতবস্ত্র উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কুরআন-সুন্নাহর আইনের মাধ্যমে এমন বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি তরুণ ছাত্রসমাজ ও জনগণের চাহিদার আলোকে সেই কাঙ্ক্ষিত ইসলামী সমাজ বিনির্মাণে সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
২১ নম্বর জামালখান ওয়ার্ড আমীর মুহাম্মদ একরামুল হকের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগরীর কর্মপরিষদ সদস্য এবং কোতোয়ালী থানার আমীর আমির হোসাইন। বক্তব্য দেন ডা. পারভেজ ইকবাল শরীফ, নায়েবে আমীর নুরুন্নবী মিয়া, সেক্রেটারি মোহাম্মদ রুকন উদ্দিন, মুহাম্মদ আক্কাস উদ্দীন, মোহাম্মদ নাসির উদ্দীন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
বিই/টিসি