চট্টগ্রাম: পটিয়ায় শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এসএম রেজা রিপন নামের এক ব্যক্তিকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত তিনটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রাম পটিয়া-কক্সবাজার মহাসড়কের গিরি চৌধুরী বাজার সংলগ্ন শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, পটিয়া উপজেলার শ্রীমাই খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সরবরাহ করার অপরাধে ইজারাদার এস এম রেজা রিপনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারায় আড়াইলাখ টাকা জরিমানা প্রদান করা হয়।
পটিয়ায় বালু ও মাঠি কাটা বন্ধে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৫
বিই/পিডি/টিসি