ঢাকা, শনিবার, ৮ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়া দুর্ভাগ্যজনক: মেয়র শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়া দুর্ভাগ্যজনক: মেয়র শাহাদাত ...

চট্টগ্রাম: বিজয়ের এত বছর পরও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়া দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন৷ 

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাত ১২টা ১ মিনিটে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তার সাথে ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামসহ কর্মকর্তারা।

 

মেয়র বলেন, বিজয়ের এত বছর পরও সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন না হওয়া দুর্ভাগ্যজনক। বিভিন্ন দোকান, বিভিন্ন শপিং সেন্টারগুলো দেখা যাচ্ছে ইংরেজি নামফলক।

যেহেতু সিটি করপোরেশন ট্রেড লাইসেন্স দেয় সেহেতু এসব বাংলা ভাষায় যাতে করা যায় এ ধরনের একটা উদ্যোগ আমরা নিতে পারি।

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুক্রবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে বিকেল সাড়ে ৪টায় এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে অমর একুশে বইমেলার মঞ্চে আলোচনা সভা হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৫
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।