ঢাকা, সোমবার, ২ চৈত্র ১৪৩১, ১৭ মার্চ ২০২৫, ১৬ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সব পণ্য এক ছাদের নিচে ফিনলে সাউথ সিটিতে 

সৈয়দ বাইজিদ ইমন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫
সব পণ্য এক ছাদের নিচে ফিনলে সাউথ সিটিতে  ...

চট্টগ্রাম: নগরের ক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বহদ্দারহাট এলাকার ফিনলে সাউথ সিটি শপিং মল। যেখানে এক ছাদের নিচে মিলছে তরুণ তরুণী, শিশুসহ সব বয়সী নারী পুরুষের কাপড়।

তাই কেনাকাটায় এ শপিং মলে ভিড় জমাচ্ছেন সব বয়সী মানুষ।  

নামি দামি সব ব্র্যান্ডের পোশাকের বাহারি সমাহার ফিনলে সাউথ সিটি শপিং মলে।

ঈদ ঘিরে বাহারি ডিজাইনের পোশাক মজুদ রেখেছেন বিক্রেতারা। ভারত, চীন ও থাইল্যান্ড থেকে আমদানিকৃত পণ্য কিনতে পারবেন ক্রেতা। রয়েছে প্লাস পয়েন্ট, রাইস ও ফ্ল্যাগশিপের মতো খ্যাতনামা ব্র্যান্ড আর বাটা, এপেক্স, লোটোর মতো প্রসিদ্ধ জুতার শো-রুম।

শপিং মলের পঞ্চম তলায় রয়েছে মোবাইলের দোকান। ঈদ উপলক্ষে সেখানে ভিড় জমাচ্ছেন তরুণ-তরুণীরা। ঈদে সবকিছুতে চাই নতুনত্বের ছোঁয়া। পোশাকের পাশাপাশি উৎসবের মুহুর্তগুলো ক্যামেরাবন্দি করার জন্য ক্রেতাদের নজর নতুন ফিচারের ফোনের দিকে। চাহিদা রয়েছে স্মার্ট ওয়াচেরও। বিক্রি বাড়াতে বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন বিক্রেতারাও।  

নতুন ফোন কিনতে আসা বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাদিয়া আক্তার ইজমা বাংলানিউজকে বলেন, ঈদ উপলক্ষে এবার একটি নতুন ফোন কেনার ইচ্ছে আছে। তাই শপিং মলে এসেছি। শুনেছি এখানে নতুন নতুন ফিচারের বিভিন্ন অফারের মোবাইল ফোন পাওয়া যাচ্ছে। তাই বান্ধবীদের সঙ্গে নিয়ে এসেছি। কয়েকটা ফোন পছন্দ হয়েছে। দেখে শুনে একটা ফোন কিনবো।  

বিক্রেতারা জানান, এবার নতুন নতুন ডিজাইন ও বাহারি দেশিয় কাপড়ের পাশাপাশি ভারতীয় ও পাকিস্তানি থ্রি-পিস এনেছেন তারা। হিরামন ডি, আলিয়াকার্ট, বিন হামিন, তাওয়াক্কাল, নোরা, ইন্দু ওয়ের্স্টান, নায়রা, গারারা ও সারারা ভালো বিক্রি হচ্ছে। এছাড়াও নতুন নতুন সব ফিচার নিয়ে এসেছে বিভিন্ন অফারের মোবাইল ফোন। রয়েছে নিত্যদিনের ইলেকট্রনিক নানা ডিভাইস।  

চলছি বছরের ১৭ জানুয়ারি এই শপিংমলটি যাত্রা শুরু করে। উদ্বোধনের দিন থেকে চট্টগ্রামবাসীর ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। কেনাকাটার জন্য এতদিন যারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতেন, তাদের গন্তব্য এখন ফিনলে সাউথ সিটি শপিংমল। শুধু কেনাকাটা নয়, কেউ কেউ ছুটছেন খাবারের স্বাদ নিতে এবং ফুডকোর্টে আড্ডা দিতে। এছাড়া অনেকে বিয়ের কেনাকাটা সারতে ছুটছেন।

ফিনলে প্রপার্টিজের উদ্যোগে চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র বহদ্দারহাটে প্রায় এক লাখ স্কয়ার ফিট জায়গা জুড়ে গড়ে উঠেছে ফিনলে সাউথ সিটি শপিংমল। সার্বক্ষণিক সিসিটিভির আওতাধীন আধুনিক নিরাপত্তা বেষ্টিত ২৩৮টিরও বেশি রিটেইল শপ, সুবিশাল ফুড কোর্ট, এক্সাইটিং ফান জোন নিয়ে চট্টগ্রামবাসীর অন্যতম মনোরঞ্জন কেন্দ্র হয়ে উঠেছে এটি।  

ফিনলে সাউথ সিটি শপিং মল দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ূব খান বাংলানিউজকে বলেন, একটি অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের শপিংমল প্রতিষ্ঠার প্রয়াসে আমরা কাজ করছি। এখানে দেশি-বিদেশি সব ব্র্যান্ডের শাড়ি, কাপড়, থ্রি-পিচ ও জুতার বিপুল সমাহার। প্রতিদিন সকাল থেকে সেহেরির আগ পর্যন্ত ক্রেতাদের ভিড় থাকে। শুধু পোশাক নয়, নতুন ফোনের দিকেও আকর্ষণ রয়েছে ক্রেতাদের। এছাড়া ব্লু-টুথ হেডফোন, পাওয়ার ব্যাংকের চাহিদাও বেড়েছে।  

তিনি আরও বলেন, ঈদ ঘিরে ক্রেতাদের কেনাকাটায় স্বস্তি এবং নিরাপত্তা দিতে আমরা নানা উদ্যোগ নিয়েছি। মার্কেটের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর পাশাপাশি ক্রেতাদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে পুলিশের মনিটরিং টিম।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, মার্চ ১৬, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।