ঢাকা, মঙ্গলবার, ১১ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

 ধরা পড়লো সেই ছিনতাইকারী

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
 ধরা পড়লো সেই ছিনতাইকারী ...

চট্টগ্রাম: রাস্তায় রিকশা থামিয়ে যাত্রীর কাছ থেকে প্রকাশ্যে ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীর চিত্র ধারণ করেছিলেন ফটোসাংবাদিক মিয়া আলতাফ। ষোলশহর দুই নম্বর গেট এলাকায় শনিবারের (২২ মার্চ) এ ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে টনক নড়ে প্রশাসনের।

পরে মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যক্তি। রোববার (২৩ মার্চ) ভোর ৪টার দিকে পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকা থেকে ছিনতাইয়ে জড়িত একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তার মো. শাকিল আহম্মদ প্রকাশ সাজু (৪৮) হামজারবাগ এলাকার মৃত হাজী শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনসহ নানা অপরাধে নগরের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

পলাতক আছে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকার আমির হামজার ছেলে মো. আলমগীর (৪৫)। তার বিরুদ্ধে রয়েছে ৯টি মামলা।  

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার সাজু ওপলাতক আলমগীর ধারালো ছুরির ভয় দেখিয়ে ভুক্তভোগী রিকশাযাত্রীকে সব দিয়ে দেওয়ার হুমকি দেয়। তারা ওই বৃদ্ধের পকেটে থাকা ৫শ টাকা জোর করে ছিনিয়ে নেয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে একটি মামলা করেন।  

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানিয়েছেন, গ্রেপ্তার সাজু ষোলশহরে রিকশা থামিয়ে ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। এ ঘটনায় পলাতক আসামিকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।