চট্টগ্রাম: নগরের একটি এতিমখানায় রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেটের উদ্যোগে ফল উৎসব আয়োজন করা হয়।
শুক্রবার (১৮ জুলাই) সকালে বায়েজিদ লিংক রোডে আল বয়ান হিফজ ও এতিমখানায় ফল উৎসবে ক্লাবের পক্ষ থেকে প্রেসিডেন্ট রোটারিয়ান এ কে এম শহীদুল্লাহ চৌধুরী, আইপিপি রোটারিয়ান এস এম মুহিবুর রহমান, সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ হাসান, রোটারিয়ান মোহাম্মদ হাসান উদ্দিন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফয়সাল আল আরফাত, রোটারিয়ান নাজমা বেগম উপস্থিত ছিলেন।
ক্লাবের সভাপতি রোটারিয়ান এ কে এম শহিদুল্লাহ চৌধুরী বলেন, শিশুদের চোখে আনন্দের ঝিলিক দেখেই আমাদের সকল পরিশ্রম সার্থক হয়েছে। রোটারি কেবল সেবা নয়, এটি এক মানবিক বন্ধনের নাম।
এমআর/টিসি