ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট’র ফল উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১৭, জুলাই ২০, ২০২৫
রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট’র ফল উৎসব ...

চট্টগ্রাম: নগরের একটি এতিমখানায় রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেটের উদ্যোগে ফল উৎসব আয়োজন করা হয়।  

শুক্রবার (১৮ জুলাই) সকালে বায়েজিদ লিংক রোডে আল বয়ান হিফজ ও এতিমখানায় ফল উৎসবে ক্লাবের পক্ষ থেকে প্রেসিডেন্ট রোটারিয়ান এ কে এম শহীদুল্লাহ চৌধুরী, আইপিপি রোটারিয়ান এস এম মুহিবুর রহমান, সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ হাসান, রোটারিয়ান মোহাম্মদ হাসান উদ্দিন, রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফয়সাল আল আরফাত, রোটারিয়ান নাজমা বেগম উপস্থিত ছিলেন।

ক্লাবের সভাপতি রোটারিয়ান এ কে এম শহিদুল্লাহ চৌধুরী বলেন, শিশুদের চোখে আনন্দের ঝিলিক দেখেই আমাদের সকল পরিশ্রম সার্থক হয়েছে। রোটারি কেবল সেবা নয়, এটি এক মানবিক বন্ধনের নাম।

রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টোক্রেট সবসময়ই বিশ্বাস করে, সমাজের অবহেলিত, পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।