ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আসাদুজ্জামান নূরের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
আসাদুজ্জামান নূরের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: রংপুরের নীলফামারীতে সংসদ  সদস্য ও বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূরের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।  

রোববার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ চট্টগ্রাম অঞ্চল এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে শহীদ জায়া বেগম মুশতারী শফি বলেন, এই হামলা আসাদুজ্জামান নূরের উপর নয়; এটি সকল প্রগতিশীল সংস্কৃতি কর্মীর উপর হামলা। এই হামলার পর আর ঘরে বসে থাকার সময় নেই উল্লেখ করে তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকলকে ঐক্যবদ্ধ হয়ে জামাত শিবিরের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশে বক্তারা সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব আসাদুজ্জামান নূরের উপর হামলাকারিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে জামায়াত  শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান।

আবৃত্তি সমন্বয় পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায়  এবং সভাপতি মন্ডলির সদস্য আবৃত্তি শিল্পী রণজিৎ রক্ষিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে নাট্যব্যক্তিত্ব জাহাঙ্গীর কবির, আহমেদ ইকবাল হায়দার, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান ড. কুন্তল বড়–য়া বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাহী সদস্য সাইফুল আলম, গ্রুপ থিয়েটার ফোরামের সভাপতি খালেদ হেলাল, বাংলাদেশ শিক্ষক সমিতি সংগ্রাম কমিটির আহবায়ক অঞ্চল চৌধুরী, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এর সহ-সভাপতি হাসান ফেরদৌস, গণজাগরণ মঞ্চ চট্টগ্রাম এর সমন্বয়কারী শরীফ চৌহান, উদীচী শিল্পী গোষ্ঠী চট্টগ্রামের সাধারণ সম্পাদক সুনীল ধর প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে একাত্মতা প্রকাশ করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম, উদীচী শিল্পী গোষ্ঠী, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, নির্মান আবৃত্তি অঙ্গন, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, তারুণ্যের উচ্ছ্বাস, নরেন আবৃত্তি একাডেমী, ঐকতান পরিবার, সুচয়ন ললিতকলা কেন্দ্র, বর্ণ আবৃত্তি পাঠশালা, শৈশব, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, মুক্তধ্বনি আবৃত্তি সংসদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।  

সমাবেশ ও মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রেস ক্লাব থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসিহিল গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৫ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।