ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আবেদকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার চট্টগ্রামে হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৮, ডিসেম্বর ২২, ২০১৩
আবেদকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার চট্টগ্রামে হরতাল

চট্টগ্রাম: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহ- সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রদল।

রোববার সকালে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে অবরোধের সমর্থনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ ঘোষণা দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক (চট্টগ্রাম মহানগর) এসএম সালাউদ্দিন।

তিনি বাংলানিউজকে বলেন, কোন কারণ ছাড়াই সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে সোমবার সকাল-সন্ধ্যা চট্টগ্রামে হরতাল আহ্বান করেছি।

শনিবার দুপুরে রাজধানীর এলিফেন্ট রোডে মিছিলের প্রস্তুতির সময় ভারপ্রাপ্ত সভাপতিকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের ভূঁইয়াকে গ্রেফতারের পর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয় আবেদকে।

বাংলাদেশ সময়:১০২০ঘন্টা, ডিসেম্বর ২২, ২০১৩

সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।