ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে সুতা বোঝাই কাভার্ডভ্যানে আগুন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
মিরসরাইয়ে সুতা বোঝাই কাভার্ডভ্যানে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই (চট্টগ্রাম): ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরের বাদামতল এলাকায় সুতা বোঝাই কাভার্ডভ্যানে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা।

সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।



মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া বাংলানিউজকে জানান, সন্ধ্যার দিকে চট্টগ্রাম থেকে একটি সুতা বোঝাই কাভার্ডভ্যান ঢাকার দিকে যাচ্ছিল। মহাসড়কের মিরসরাই থানা এলাকার বাদামতল এলাকা দিয়ে যাওয়ার সময় অবরোধ সমর্থকরা অতর্কিত ভাবে কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়।


খবর পেয়ে পুলিশসহ যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে গেছে বলে তিনি জানান।

ওসি ইমতিয়াজ বলেন,‘এঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ’

এদিকে হঠাৎ সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়েছে। এতে এসব যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

বাংলাদেশ সময়: ১৯২৬ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।