ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে মশাল মিছিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৩
পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাবের বিরুদ্ধে মশাল মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাশের প্রতিবাদে চট্টগ্রামে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন।

সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রতিবাদী মশাল মিছিল বের করে ছাত্র ‌ইউনিয়ন।

মিছিলটি শহীদ মিনার থেকে আন্দরকিল্লা হয়ে চেরাগি পাহাড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, একাত্তর সালে পাকিস্তানীদের বাংলার মাটি থেকে এদেশের জনগণ বিতাড়িত করেছিল।
স্বাধীন দেশে তাদের দোসর দালাল যুদ্ধাপরাধীদের বিচার হবেই। আর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানের নাক গলানোর কোন অধিকার নেই।

তারা বলেন, যুদ্ধাপরাধীদের পক্ষে ন্যাক্কারজনক কর্মকাণ্ডের জন্য পাকিস্তানকে বাংলাদেশের জনগণের কাছে  ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা না চাওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সকল কূটনীতিক ও বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখতে হবে।

বক্তারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর এবং জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান।

ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার সভাপতি রবিউল হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক দেবাশিষ ধরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আহসান হাবিব, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশেদুল সামির।

বাংলাদেশ সময়: ২০৩৩ঘণ্টা, ডিসেম্বর ২৩,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।