ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রামুতে লাকড়ির মিলে আগুন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
রামুতে লাকড়ির মিলে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার চৌমুহনীতে ধানের চাতালের উচ্ছিষ্টাংশ থেকে  লাকড়ি (একধরনের শক্ত কালো জ্বালানি) তৈরির একটি মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার চৌমুহনী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।



আগুনে ওই মিলের সমস্ত জিনিষপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৮-১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


খবর পেয়ে কক্সবাজার শহর থেকে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে  আনে। বিড়ি বা সিগারেটের আগুন থেকে এই আগুনের সূত্রপাত বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত লাকড়ির মিলের মালিক খুইল্যা মিয়া সওদাগর বাংলানিউজকে জানান, আগুনে তার কালো লাকড়ি তৈরির মিলটি পুরোপুরি ভস্মিভূত হয়ে গেছে।
 
বাংলাদেশ সময়: ০৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।