ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুলিশের সাথে শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেলসহ আটক ১

বাংলানিউজ টিম, চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
পুলিশের সাথে শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেলসহ আটক ১ ছবি: বাংলানিউজ ফাইল ফটো

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার বিবিরহাট এলাকায় পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে তারা।



মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, অবরোধের শেষ দিনে সকাল পৌনে ১০টার দিকে নগরী মুরাদপুরের বিবিরহাট এলাকায়  ১০-১৫জন শিবিরকর্মী পিকেটিংয়ের চেষ্টা করে।
এসময় পুলিশ বাধা দিতে গেলে তাদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পালিয়ে যাবার সময় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে।

ঘটনাস্থলে ধাওয়া দিয়ে ছয়টি ককটেলসহ ইমাম হোসেন (২০) নামে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

নগরীর পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মো. আবদুর রব বাংলাউজিকে বলেন,‘আটক ইমাম হোসেন জিজ্ঞাসাবাদে শিবিরের কর্মী বলে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার প্রক্রিয়া চলছে। ’

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।