ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে গ্রেপ্তার ৪

বাংলানিউজ টিম, চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
সীতাকুণ্ডে গ্রেপ্তার ৪ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: হরতাল-অবরোধে মহাসড়কসহ সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় নাশকতায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।



গ্রেপ্তারকৃতরা হলেন, আদনান মারুফ (২৬), নেজাম উদ্দিন (২৮), আলম খান (২৮) এবং আবদুল আজিজ।

সীতাকুণ্ড থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শরীফ মফিজুর রহমান রহমান বাংলানিউজকে জানান, মহাসড়কে নাশকতা সৃষ্টিতে জড়িত থাকায় দায়ে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদেরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে পুলিশ সূত্র জানায়, সম্প্রতি বিরোধী জোটের ডাকা হরতাল-অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানার বিভিন্ন অংশে তাণ্ডব চালায় স্থানীয় বিএনপি ও জামায়াত-শিবিরকর্মীরা। এঘটনায় সীতাকুণ্ড থানায় বেশ কয়েকটি মামলা করেছে পুলিশ।

আটককৃতদের বিরুদ্ধে এসব তাণ্ডবে জড়িত থাকার দায়ে মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

বাংলাদেশ সময়: ১৪২৫ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।