ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩

কক্সবাজার: কক্সবাজারে নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।



কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলার রিটানিং কর্মকর্তা মো. রুহুল আমিনের সভাপতিত্বে  সভায় নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় ওই সভায়।


সেখানে বক্তব্য রাখেন- কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি আলাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদ, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের, সাংবাদিক তোফায়েল আহমদ, ফজলুল কাদের চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

সভা থেকে উখিয়া-টেকনাফ আসনে অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।