ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিটিভি’র লেকের পানি দূষণ করায় ইউএসটিসিকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৩
সিটিভি’র লেকের পানি দূষণ করায় ইউএসটিসিকে জরিমানা

চট্টগ্রাম: সংক্রামক বজ্র্যে চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্রের লেকের পানি দূষণের অভিযোগে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের ইউনিভার্সিটি অব সাইয়েন্স এণ্ড টেকনোলজিকে (ইউএসটিসি) ৪৫ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার ইউএসটিসি’র দূষণ নিয়ে শুনানির পর চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম ক্ষতিপূরণ প্রদানের এ আদেশ দিয়েছেন।



পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, ইউএসটিসি কর্তৃপক্ষ তাদের প্রতিষ্ঠানে বর্জ্য অপসারণের কোন ব্যবস্থাই রাখেনি। তাদের পরিবেশগত ছাড়পত্র নেই।
তাদের ৪৫ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করে ২৬ ডিসেম্বরের মধ্যে তা পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।

নগরীর খুলশী থানার ফয়’স লেক এলাকায় অবস্থিত ইউএসটিসি নামে বেসরকারী এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল নামে একটি চিকিৎসা প্রতিষ্ঠানও আছে। প্রয়াত জাতীয় অধ্যাপক ডা.নূরুল ইসলাম এসব প্রতিষ্ঠ‍ানের প্রতিষ্ঠাতা। ১৯৯৪ সালে তার উদ্যোগে এসব প্রতিষ্ঠান চালু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের টিম ইতোপূর্বে তদন্তে ইউএসটিসি’র তরল বর্জে্য চট্টগ্রাম টেলিভিশন (সিটিভি) কেন্দ্রের লেকের পানি দূষণের প্রমাণ পায়। এরপর পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ অনুসারে তাদের শুনানিতে হাজির হবার নোটিশ দেয়া হয়। শুনানি শেষে একই আইনের ৭ ধারায় তাদের ক্ষতিপূরণ দেবার আদেশ দেয়া হয়।

সূত্র জানায়, ইতোপূর্বে প্রতিষ্ঠানটিকে পরিবেশ ছাড়পত্র নেয়ার জন্যও নোটিশ দিয়েছিল পরিবেশ অধিদপ্তর। গত ৪ জুন এ সংক্রান্ত এক শুনানিতে ইউএসটিসি কর্তৃপক্ষ তিন মাসের সময়ের আবেদন জানিয়েছিল।

কিন্তু গত ছয় মাসেও ইউএসটিসি কর্তৃপক্ষ ছাড়পত্রের বিষয়ে পরিবেশ অধিদপ্তরে কোন আবেদনই জমা দেননি।

বাংলাদেশ সময়: ১৮১৯ঘণ্টা, ডিসেম্বর ২৪,২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।