ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে জেএসসিতে পাশের হার ৮৬.১৩, শীর্ষে খাস্তগীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
চট্টগ্রামে জেএসসিতে পাশের হার ৮৬.১৩, শীর্ষে খাস্তগীর

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাশের হার ৮৬ দশমিক ১৩ শতাংশ। গতবারের তুলনায় পাশের হার বেড়েছে ৭ দশমিক ৭৮ শতাংশ ।

উল্লেখযোগ্য হারে বেড়েছে জিপিএ ৫।

এবারের জেএসসি পরীক্ষায় পাশের দিক থেকে মেয়েরা পিছিয়ে পড়েছে।
ছেলেদের পাশের হার যেখানে ৮৭ দশমিক ৩৪ সেখানে মেয়েদের পাশের হার ৮৫ দশমিক ১৬ শতাংশ।

বরাবরের মতো নগরীর স্কুলগুলোর মধ্যে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কলেজিয়েট স্কুল ও বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় পাশের হার এবং জিপিএ ৫ প্রাপ্তির দিক থেকে শীর্ষে অবস্থান করছে।

রোববার সকাল এগারটার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযুষ দত্ত ফলাফলের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

শিক্ষা বোর্ড সূত্র জানায়, ২০১৩ সালের জেএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ১৯৪টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহন করেছে ১ লাখ ৪০ হাজার ৫৭৯ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৬২হাজার ৬৪৮। ছাত্রীর সংখ্যা ৭৭হাজার ৯৩১ জন। এবার জিপিএ ৫ পেয়েছে ১৪ হাজার ১০৫ জন শিক্ষার্থী। গতবারের তুলনায় ১০ হাজার ৫৭৪ জন শিক্ষার্থী এবার জিপিএ ৫ বেশি পেয়েছে।

বাংলাদেশ সময়: ১১২১ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।