ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পিএসসির চট্টগ্রাম আঞ্চলিক অফিসে ককটেল বিস্ফোরণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩

চট্টগ্রাম: পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে পরপর ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপ‍াতালের অ্যাম্বুলেন্স স্ট্যান্ড ও এর আশপাশের এলাকা থেকে কমপক্ষে ২০ জনকে আটক করে পুলিশ।



নির্বিচার আটকের প্রতিবাদে সব ধরনের রোগী ও মরদেহ পরিবহন বন্ধ করে দিয়েছে অ্যাম্বুলেন্স চালকরা।

রোববার রাত পৌনে ১০টার দিকে নগরীর পাঁচলাইশ থানার চকবাজার এলাকায় পিএসসির আঞ্চলিক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
 

চমেক হাসপাতাল অ্যাম্বুলেন্স চালক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ূন কবির বাংলানিউজকে বলেন, চালক ও শ্রমিকদের আটক করায় তারা সাময়িকভাবে অ্যাম্বুলেন্স চালানো বন্ধ করে দিয়েছেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক বাংলানিউজকে জানান, ককটেল  হমলার পর জিজ্ঞাসাবাদের জন্য ২০ জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়া গেলে তাদের ছেড়ে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৩
সম্পাদনা: তমাল আবদুল কাইয়ূম, নিউজরুম এডিটর/রাইসুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর (অ্যাক্ট.)

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।