ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৭জন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৭জন গ্রেফতার

চট্টগ্রাম: সীতাকুণ্ড, সাতকানিয়া, লোহাগাড়ার উপজেলা থেকে ৭ জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তিন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।



আটক জামায়াত-শিবির কর্মীরা হলেন- সীতাকুণ্ড থেকে মো. রুবেল(২২), সাইফুল ইসলাম(২২), ও মো. সোহেল(২৩। সাতকানিয়া থেকে মো. জসীম উদ্দিন(২৮), লোহাগাড়া থেকে মো. জসীম উদ্দিন(৩০)।
অন্য দু’জনের নাম পাওয়া যায়নি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখার হাসান বাংলানিউজকে বলেন,‘মঙ্গলবার গভীর রাতে সীতাকুণ্ড থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় গাড়িতে অগ্নিসংযোগ-ভাংচুরের ঘটনায় তিন চারটি করে মামলা রয়েছে। ’

সাতকানিয়া থানার বাজালিয়া এলাকা থেকে জসীম উদ্দিন নামে স্থানীয় এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন বাংলানিউজকে বলেন,‘গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ’

লোহাগাড়া উপজেলার পুরাতন থানা ও চুনতি এলাকা থেকে দু’জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বাংলানিউজকে বলেন,‘বিভিন্ন সময় সংগঠিত নাশকতার মামলায় দু’জামায়াত শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে। ’

বাংলাদেশ সময়: ০৯৩৫ঘণ্টা, জানুয়ারী ১৫, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।