ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২২ মে ২০২৪, ১৩ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বায়েজিদ স্টিল মিলে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
বায়েজিদ স্টিল মিলে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামী থানার রুবি গেইট এলাকায় বায়েজিদ স্টিল মিলে (বিএসএল) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



মঙ্গলবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।


ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে বায়েজিদ স্টিল মিলের ভেতরে বৈদ্যুতিক ট্রান্সফর্মার থেকে বিভিন্ন যন্ত্রাশে আগুন ধরে যায়। মুহূর্তেই তা কারখানার ওই সেমিপাকা কক্ষের অন্যান্য মালামালে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বায়েজিদ বোস্তামী স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারখানার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

তবে বৈদ্যুতিক গোলযোগের আগুনে কারখানার প্রায় ৫ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন বায়েজিদ স্টিল মিলের ব্যবস্থাপক হাসান মোহাম্মদ রাশেদ।

তিনি বলেন,‘এঘটনায় শ্রমিকরা নিরাপদে থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ’

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।