ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লালখান বাজারে হাইওয়ে প্লাজায় আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
লালখান বাজারে হাইওয়ে প্লাজায় আগুন

চট্টগ্রাম: নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকার ইস্পাহানী মোড়ে হাইওয়ে প্লাজায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।



প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাতে সাড়ে ৭টার দিকে হাইওয়ে প্লাজার চতুর্থ তলায় জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের সূত্রাপাত হয়। এরপর তা পুরো রুমে ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আবদুল মালেক জানান, অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে।

খুলশী থানার এসআই নেওয়াজ বাংলানিউজকে বলেন,‘এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। ’

এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে মার্কেটের বিভিন্ন তলায় দোকানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় মালিক কর্মচারীদের ছুটোছুটি করতে থাকেন।

মার্কেটের সামনে জড়ো হতে থাকে পথচারী ও এলাকার বিভিন্ন শ্রেণির উৎসুক মানুষের ভিড়। ভিড় সামলাতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ বেগ পেতে হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৩
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।