ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৪
সাতকানিয়ায় গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হাসমতের দোকান এলাকায় গাড়ির ভাংচুর ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে।



স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে হাসমতের দোকান এলাকায় জামায়াত-শিবির কর্মীরা কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা ভাংচুর করে। এসময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ করে।


তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

সাতকানিয়া থানার ওসি খালেদ হোসেন বাংলানিউজকে বলেন,‘ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। বর্তমানে ওই সড়কে যান চলাচল করছে। ’
 
বাংলাদেশ সময়: ১৭৩২ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।