ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাইজভান্ডারী তরীকায় শান্তি-সম্বৃদ্ধি নিহিত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৪
মাইজভান্ডারী তরীকায় শান্তি-সম্বৃদ্ধি নিহিত

চট্টগ্রাম: বুধবার দুপুরে নগরীর খুলশী এলাকায় মাওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী কর্তৃক প্রতিষ্ঠিত খানকায়ে গাউছিয়া আহমদিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, গাউছুল আজম মাইজভান্ডারী প্রবর্তিত মাইজভান্ডারী তরীকায় বিশ্ব মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও সম্বৃদ্ধি নিহিত রয়েছে।

 

সভায় সভাপতিত্ব করেন মাওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরে মিল্লাত আল্লামা মুফতি মুহাম্মদ ওবাইদুল হক নঈমী।


পবিত্র কোরআন তেলওয়াত, নাতে রাসুল (দ:) ও শানে গাউছিয়া পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় মাওলানা ছগির ওসমানী, মাওলানা মুফতী সৈয়দ অছিয়র রহমান আলকাদেরী, মাওলানা সোলায়মান আনসারী, মাওলানা ছালেকুর রহমান, মাওলানা হাফেজ আনিসুজ্জামান আলকাদেরী, মাওলানা মুহাম্মদ মঈনুদ্দীন, মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ, মাওলানা মুহাম্মদ জুলফিকার আলী, মাওলানা কাজী মুহাম্মদ মুঈনউদ্দীন আশরাফী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী, সৈয়দুল হক খান, ইন্টারপোর্ট শিপ এজেন্টস লিমিটেড’র পরিচালক সৈয়দ সোহেল হাসনাত, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এর পরিচালক জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়:২১৩০ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।