ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালিশহরে তিনটি রকেট প্লেয়ার উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৪
হালিশহরে তিনটি রকেট প্লেয়ার উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর হালিশহর থানার বেপারীপাড়া এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় তিনটি রকেট প্লেয়ার উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে হালিশহরের বেপারীপাড়া গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারের পেছনে একটি বস্তি থেকে রকেট প্লেয়ারগুলো উদ্ধার করা হয়।



হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির বাংলানিউজকে বলেন, ‘হালিশহর বেপারী পাড়া এলাকায় একটি বস্তি থেকে পরিত্যাক্ত অবস্থায় তিনটি রকেট প্লেয়ার উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।


মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে এসব রকেট প্লেয়ার ব্যবহার করা হয় বলে জানান ওসি।

বাংলাদেশ সময়:১৯১০ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।