ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবরোধ-হরতালে সাড়া নেই নগরবাসীর

বাংলানিউজ টিম, চট্টগ্রাম ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৪
অবরোধ-হরতালে সাড়া নেই নগরবাসীর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দশম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বাতিল ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহালের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে বিরোধী জোটের ডাকা হরতালেও সাড়া দেয়নি চট্টগ্রামবাসী।

মঙ্গলবার অবরোধের সপ্তম এবং হরতালের দ্বিতীয় দিন ভোর থেকেই অবরোধ-হরতালের মধ্যে ভোর থেকেই স্বাভাবিক ভাবে চলছে বন্দরনগরী।

বিভিন্ন শ্যেণি-পেশার মানুষও ভোর থেকে ছুটেছেন কাজের সন্ধ্যানে।

ভোর থেকে নগরী কিংবা জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
কর্মসূচির সমর্থনে মাঠে দেখা যানি বিএনপি কিংবা জোটের কোন নেতাকর্মীকে। এমনকি দলীয় কার্যালয় নাসিমন ভবনও ফাঁকা।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) হারুন অর রশিদ হাজারী বাংলানিউজকে বলেন,‘আমার এলাকায় কোন নাশকতার খবর পাইনি। ’

তবে নাশকতা এড়াতে নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশসহ অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন বলে জানান তিনি।

নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অবরোধ-হরতাল হলেও রাস্তায় বিআরটিসি’র ডবল ডেকারবাসসহ বিভিন্ন গণপরিবহন। এছাড়াও টেম্পু,সিএনজি টেক্সিসহ হিউম্যান হুইলার রয়েছে প্রচুর। জিইসি ও দুই নম্বর গেইট এলাকায় কিছু ব্যক্তিগত গাড়িও চলাচল করতে দেখা গেছে।

তবে প্রয়োজনের তুলনায় গণপরিবহন অপর্যাপ্ত থাকায় কিছুটা  দুর্ভোগে পড়তে হয়েছে কর্মস্থলগামী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।

রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে জানিয়ে চট্টগ্রাম স্টেশন ম্যানেজার সামসুল আলম বলেন,‘বিভিন্ন ট্রেন নির্দিষ্ট সময়ে চট্টগ্রামে না পৌঁছায় দেরিতে ছ‍াড়তে হচ্ছে। ’

তবে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী দূর পাল্লার কোন বাস চট্টগ্রাম থেকে ছেড়ে যাচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চালু রয়েছে বিভিন্ন কল-কারখানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস। চট্টগ্রাম বন্দরে অভ্যন্তরীণ কার্যক্রম চললেও বাইরে পণ্য পরিবহন সীমিত আকারে চালু রয়েছে।

এদিকে জেলার কোথাও কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবরাখবর পাওয়া যায়নি। মহাসড়কে সীমিত যান চলাচল করছে।

হাইওয়ে পুলিশের বারআউলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জাকির হোসেন বলেন,‘মহাসড়ক স্বাভাবিক রয়েছে। বিচ্ছিন্নভাবে কিছু ট্রাক-কাভার্ডভ্যান চলাচল করছে। ’

এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কেও কোন নাশকতার খবর পাওয়া যায়নি।

সাতকানিয়া থানার পিএসআই কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন,‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কোন ধরনের নাশকতার খবর পাইনি। সীমিত আকারে যান চলাচল করছে। ’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার মহাসড়কে তিন হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সীতাকুণ্ডে সার্বক্ষণিকভাবে বিজিবি ও র‌্যাব মোতায়েন আছে। অন্যান্য উপজেলার জন্যও বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সেনাবাহিনীর টহলতো রয়েছেই।

বাংলাদেশ সময়:০৯০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।