ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মোহাম্মদপুর আবাসিকে বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাসায় চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪
মোহাম্মদপুর আবাসিকে বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাসায় চুরি

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার মোহাম্মদপুর আবাসিক এলাকায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

এসময় ওই বাসা থেকে ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ এক লক্ষ টাকা দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ওই শিক্ষক।



বুধবার দিনগত রাতে মোহাম্মদপুর আবাসিক এলাকার ২০৫/এ কুলসুম ভিলার দ্বিতীয় তলায় এ চুরির ঘটনা ঘটে।

এই ভবনের দ্বিতীয় তলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক ও কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম থাকেন।


রেজাউল করিম বাংলানিউজকে জানান, গত দুইদিন ধরে তার পরিবারের সদস্যদের নিয়ে নগরীর ষোলশহরে কসমোপলিটন আবাসিক এলাকায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে চুরি হওয়ার খবর শুনে তিনি  ছুটে এসে বাসার জিনিসপত্র এলোমেলো দেখতে পান।

তিনি বলেন,‘বাসায় ফিরে দেখি দরজাসহ বিভিন্ন আসবাবপত্রের তালাও ভাঙ্গা। কাপড় চোপড়ও এলোমেলো হয়ে আছে। চোররা আলমারিতে রাখা নগদ এক লক্ষ টাকা ও ১০ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। ’

রেজাউল করিম বলেন,‘গত (বুধবার) রাতে পাঁচতলা ভবনের ১০টি ইউনিটের প্রত্যেকটিতে বাইরে থেকে লক করা ছিল। বাসিন্দারা একে অন্যকে ডেকে ডেকে তালা খুলেছেন। দুর্বৃত্তরা আগে থেকেই ভবনে অবস্থান নিয়েছিল। ’

পরিচিতদের মধ্যে কেউ এধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে সন্দ্রেহ প্রকাশ করে তিনি বলেন,‘ এ বিষয়ে থানায় মামলা করা হবে। ’

পাঁচলাইশ থানার আবু জাফর মো. ওমর  ফারুক বাংলানিউজকে বলেন,‘খবর পেয়ে আমরা বাসা গিয়ে জিনিসপত্র তছনছ দেখেছি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।