ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে তিন শিবির কর্মী গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪
চট্টগ্রামে তিন শিবির কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের সাতটি ঘরে আগুন দেয়ার মামলার তিন আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া তিনজনই শিবির কর্মী।



শুক্রবার রাতভর ঢেমশা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া তিনজন হল, মো.শফিক (২০), সুজন মিয়া (১৮) এবং রহুল আমিন প্রকাশ রুবেল (২৫)।


সাতকানিয়া থানার ওসি মো.খালেদ হোসেন বাংলানিউজকে বলেন, হিন্দুপাড়ায় আগুন দেয়ার ঘটনায় মোহাম্মদ হোসেন নামে একজন জামায়াত কর্মীকে গ্রেপ্তার করেছিলাম। তার স্বীকোরোক্তি মতে আরও তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।

প্রসঙ্গত গত ১৬ জানুয়ারি গভীর রাতে সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা গ্রামের মুহুরি পাড়ায় জনৈক হারাধন দাশের বাড়িতে সাতটি ঘর আগুনে পুড়িয়ে দেয় জামায়াত-শিবিরের দুর্বৃত্তরা।

১৭ জানুয়ারি এ ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের হয়। এতে নির্বাচনের দিন ভোট দিতে যাওয়ার অপরাধে তাদের বাড়িগুলো পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১০ঘণ্টা, জানুয়ারি ২৫,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad