ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চকবাজার থানার আমিরবাগ আবাসিক এলাকায় ভবন থেকে পড়ে নূর হোসেন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।



চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত কনস্টেবল মো.সালাহউদ্দিন বাংলানিউজকে জানান, নূর হোসেন আমিরবাগ আবাসিক এলাকায় এনা ভিলা নামে একটি ভবনে টাইলস লাগানোর কাজ করছিলেন।

কাজ করতে গিয়ে আকস্মিকভাবে মাথা ঘুরে প্রায় তিনতলার সমান উঁচু ভবনের একপাশ থেকে নূর হোসেন নিচে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় অন্যান্য শ্রমিকরা তাকে হাসপাতালে নেয়ার পর সকাল ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নূর হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার কাদেরপুর গ্রামের জনৈক বদিউল্লাহ’র ছেলে বলে জানান কনস্টেবল সালাহউদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।