ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডিয়ার বিসিবি সে ‘নো’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪
ডিয়ার বিসিবি সে ‘নো’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ‘ডিয়ার বিসিবি সে ‘নো’, ‘লং লাইভ টেস্ট ক্রিকেট, লং লাইভ বাংলাদেশ ক্রিকেট’, “ডিয়ার বিসিবি, বি ব্রেভ অ্যান্ড জাস্ট সে ‘নো”, ‘এক দাবি এক দেশ, টেস্ট খেলবে বাংলাদেশ’। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধনে এরকম শত শত ব্যানার ফেস্টুন নিয়ে হাজির হয়েছে চট্টগ্রামের ক্রিকেটপ্রেমী তরুণরা।



শনিবার বিকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে তারা। কর্মসূচিতে কয়েক’শ তরুণ অংশ নেয়।


মানববন্ধনে অংশ নেওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল হুদা বলেন,‘ক্রিকেট মোড়লরা যে দাবি তুলেছে তা অত্যন্ত অন্যায্য এবং বৈষম্যমূলক। আমরা এর তীব্র নিন্দা জানাই। এ প্রস্তাব বাস্তবায়ন হলে বাংলাদেশ আর টেস্ট খেলতে পারবে না। যা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই ক্ষতির কারণ হয়ে দাড়াবে। বিসিবি যাতে এর বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে শক্ত অবস্থান নেয়, সে জন্য আমরা মানববন্ধনের আয়োজন করেছি। ’

আরেক শিক্ষার্থী তামান্না বলেন,‘ক্রিকেট একমাত্র ইস্যু যেখানে পুরো বাঙালী জাতিকে এক সুতোয় গাথা যায়। তাই বাংলাদেশ ক্রিকেটের কোন ক্ষতি আমরা হতে দেব না। ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড যে প্রস্তাব দিয়েছে তা অত্যন্ত অন্যায্য। এ প্রস্তাব বাস্তবায়ন হলে এটা হবে ক্রিকেটের জন্য কলঙ্কজনক। আমরা এর তীব্র নিন্দা জানায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেশের ক্রিকেটের পক্ষে শক্ত অবস্থান নিবে এটাই প্রত্যাশা করছি। দেশের তরুণরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেই আছি এটা জানাতে এখানে একত্রিত হয়েছি। ’

সাকিব নামে চট্টগ্রাম কলেজের এক শিক্ষার্থী বলেন,‘বিসিবিকে ধন্যবাদ জানাই। তারা দেশের ক্রিকেটের পক্ষে অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন। আইসিসিতেও এ প্রস্তাবের বিপক্ষে শক্ত অবস্থান নেওয়া উচিত তাদের। যদি আইসিসিতে এ প্রস্তাব পাশ করা হয় তাহলে আমরা তরুণরা মিলে কঠোর আন্দোলন গড়ে তুলবে। ’

বাংলাদেশ সময়: ১৮২৩ঘণ্টা, জানুয়ারী ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।