ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ছয় জামায়াত-শিবির কর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
চট্টগ্রামে ছয় জামায়াত-শিবির কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম: নাশকতার দায়ে চট্টগ্রামের লোহাগাড়া ও সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয় জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতভর এই দুই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


 
গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরকর্মীরা হলেন, লোহাগাড়ার চুনতি এলাকার সাবির মেম্বার পাড়ার মৃত আবদুল্লাহর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৫), একই এলাকার মোস্তাক আহমেদের ছেলে মো. হাসান (৩২), নোয়ারবিল এলাকার আলী আহমদের ছেলে মোবারক আলীর বারেক (২৮) এবং দক্ষিণ সুখছড়ি এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে মো. সিরাজ উদ্দিন (৩৫)। বাকি দুই জনের নাম পাওয়া যায়নি।


লোহাগাড়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বাংলানিউজকে জানান, উপজেলার চুনতি ও নোয়ারবিলসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন,‘গ্রেপ্তার হওয়া জামায়াত-শিবিরের নেকাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগেন থানায় তিন-চারটি করে মামলা আছে। ’

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি-ভাংচুর ও অগ্নিসংযোগের দায়ে দুইজনকে গ্রেপ্তার করা  হয়েছে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বাংলানিউজকে বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বারৈয়াঢালাসহ আশপাশের এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ’

তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১১২৪ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।