ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ভূমি প্রতিমন্ত্রীর সাথে জুনিয়র চেম্বার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষা‍ৎ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
ভূমি প্রতিমন্ত্রীর সাথে জুনিয়র চেম্বার প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষা‍ৎ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সাথে সৌজন্য সাক্ষা‍ৎ করেছেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল চিটাগাং কসমোপলিটনের একটি প্রতিনিধি দল।

শনিবার রাতে নগরীর সার্সন রোডের বাসায় জুনিয়র চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ এলিটের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষা‍ৎ করেছেন।



এ সময় ভূমি প্রতিমন্ত্রী জাবেদ বলেন,‘বর্তমান সরকার তরুণ প্রজন্মের উন্নয়নে অগ্রাধিকার দিয়ে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে।


জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের যে কোন কর্মকান্ডে সব ধরনের সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

প্রতিনিধি দলে অন্যদের মধ্যে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চিটাগাং কসমোপলিটনের বর্তমান সভাপতি মো. রাইসুল উদ্দিন (সৈকত), নির্বাহী সহ-সভাপতি হাসনাত আবু ওবায়দা, সহ-সভাপতি জসিম আহমেদ, শিহাব মালেক, সাধারণ সম্পাদক মাশফিক আহমেদ রুশেদ ও কোষাধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদশে সময়: ১২৪২ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।