ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাস্টমসের গতিশীলতায় কর্মকর্তাদের উদ্যোগী হতে হবে: অর্থ প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
কাস্টমসের গতিশীলতায় কর্মকর্তাদের উদ্যোগী হতে হবে: অর্থ প্রতিমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: কাস্টমস ব্যবহারকারীদের হয়রানী না করার ইঙ্গিত দিয়ে অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন,‘কাস্টমস কর্মকর্তাদেরকে উদার ও সহজীকরণের লক্ষ্যে কাজ করতে হবে। ’

কর্মকর্তাদের প্রতি তিনি বলেন,‘এই আধুনিকায়নের যুগে কাজকে জটিল না করে সহজীকরণ করতে হবে।

কাস্টমসের গতিশীলতা ও উন্নয়নে কর্মকর্তাদের উদ্যোগী হতে হবে। ’

রোববার সকালে চট্টগ্রাম কাস্টমস হাউজে বিশ্ব কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান এসব কথা বলেন।


কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন,‘বর্তমান বিশ্ব এখন আধুনিকায়নের যুগ। সবক্ষেত্রেই আধুনিকতার ছোঁয়া লেগেছে। কাস্টমসের কাজে গতিশীলতা, সহজীকরণসহ সার্বিক উন্নয়নে সরকারের কাছে আপনারা ধারণা দিন। সরকার তা বাস্তবায়নে আন্তরিক চেষ্টা চালাবে। ’

অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন,‘ব্যবসা-বাণিজ্যের সার্বিক উন্নয়ন ও একটি নাগরিকবান্ধব পরিবার গড়ে তোলাই সরকারের লক্ষ্য। যেখানে নিজস্ব নীতি ও জাতীয়তাবোধ থাকবে। ’

ব্যবসা-বাণিজ্যের প্রসার ও আন্তর্জাতিক বিষয়ে কাজ করতে নতুন সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।

এমএ মান্নান বলেন,‘দেশের স্বার্থে যা যা করার দরকার সরকারের পক্ষ থেকে তাই করা হবে। ’

চট্টগ্রামকে ব্যবসা-বাণিজ্যের প্রাণ কেন্দ্র উল্লেখ করে তিনি বলেন,‘চট্টগ্রাম হচ্ছে ব্যবসা-বাণিজ্যের প্রাণ কেন্দ্র। বিশেষ ভাবে এ অঞ্চলের ব্যবসাসহ সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দেয়া হবে। ’

চট্টগ্রাম কাস্টমসের কমিশনার মাসুদ সাদিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (শুল্কনীতি) সদস্য মো. ফরিদ উদ্দিন এবং চট্টগ্রাম চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম।

অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানিয়ে এনবিআর সদস্য মো. ফরিদ উদ্দিন বলেন,‘কাস্টমসের সঙ্গে কাজ করে দেশের এমন অনেক সংস্থার সঙ্গে দূরত্ব রয়েছে। তা কমানোর জন্য কাস্টমস কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে। ’

তিনি বলেন,‘আন্তর্জাতিক বাণিজ্য যেভাবে বেড়েছে সেভাবে বাংলাদেশের ট্রেড ফেসিলিটেশন (বাণিজ্য সহজীকরণ) হয়নি। এটা খুবই দু:খজনক। ’

এক্ষেত্রে ব্যবসায়ীদের দায়ী করে ফরিদ উদ্দিন বলেন,‘ব্যবসায়ীরা জোরালোভাবে দাবি না করায় তা হয়নি। ’

অনুষ্ঠানে চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন,‘ বন্দরে অটোমেশন চালু হওয়ায় কাজের গতি বৃদ্ধি পেয়েছে। আগে যে কাজ ৪২ ধাপে করতে হতো এখন তা ১৩ ধাপে নেমে এসেছে। ফলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি রাজস্বও বেড়েছে। ’

অর্থমন্ত্রনালয় সংক্রান্ত ব্যবসা-বাণিজ্যের নানা সমস্যা সমাধানে গুরুত্বারোপ করতে অর্থ প্রতিমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক আনোয়ার হোসেন একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

এছাড়া আলোচনা সভায় অন্যদের মধ্যে কাস্টমসের (বন্ড) কমিশনার ড. আবদুল মান্নান সিকদার, ভ্যাট এন্ড এক্সাইজ’র কমিশনার  (আপীল) সৈয়দ গোলাম কিবরিয়া, সদস্য রমেন্দ্র চন্দ্র বসাক প্রমুখ।

প্রসঙ্গত, রোববার বাংলাদেশসহ বিশ্বের ১৭৯টি দেশে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘যোগাযোগ: নিবিড় যোগাযোগর জন্য তথ্যের আদান প্রদান’।

বাংলাদেশ সময়: ১৫৩২ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।