ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে নিরুত্তাপভাবে শুরু জামায়াতের হরতাল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৪
চট্টগ্রামে নিরুত্তাপভাবে শুরু জামায়াতের হরতাল

চট্টগ্রাম: বন্দরনগরী চট্টগ্রামে নিরুত্তাপভাবে শুরু হয়েছে জামায়াত ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল।

বৃহস্পতিবার ভোর ৬টা থেকে হরতাল শুরুর পর এ পর্যন্ত নগরী কিংবা জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

হরতালের সমর্থনে জামায়াতের কোথাও মিছিল-সমাবেশের খবরও পাওয়া যায়নি।

তবে হরতালে নাশকতা মোকাবেলায় নগর জুড়ে সতর্ক অবস্থায় আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন পয়েণ্টে প্রায় দেড় হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া নিয়মিত টহল পুলিশও নাশকতার আশংকা আছে এমন এলাকায় টহল জোরদার করেছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার বাংলানিউজকে বলেন, ‘নাশকতা মোকাবেলার সব ধরনের প্রস্তুতি আমাদের আছে। ভোর ৫টা থেকেই অতিরিক্ত পুলিশ পুরো নগরীতে মোতায়েন আছে। এ পর্যন্ত কোন গোলযোগের খবর পাইনি। ’

বাংলাদেশ সময়: ০৭১৫ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।