ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধ পথে আনা দুটি ট্রলার আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৪

চট্টগ্রাম: বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে থাইল্যান্ড থেকে চোরাই পথে নিয়ে আসা দুটি মাছ ধরার ট্রলার আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলী নদীর ব্রিজঘাট এলাকা থেকে এফবি সাদিয়া-১ ও এফবি জ্যোতিকে আটক করা হয়।

তবে ট্রলারের আমদানিকারকের খোঁজ পাওয়া যায়নি।

কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লে.কমান্ডার মাসুদুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে নিয়ে আসা দুটি মাছ ধরার ট্রলার আটক করা হয়েছে।


ট্রলার দুটি যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই আনা হয়েছে।

তিনি বলেন, ট্রলার আমদানির ক্ষেত্রে যেসব কাগজপত্র ব্যবহার করা হয়েছে সেখানে আমদানিকারকের দেয়া সব তথ্য ভুল। যোগাযোগের জন্য দেয়া মোবাইল নম্বরও বন্ধ পাওয়া গেছে।

মাসুদুল ইসলাম বলেন, যাচাই বাছাই করে আমরা দেখেছি ট্রলার দুটি অবৈধভাবে নিয়ে আসা হয়েছে। তাই সরকারি রাজস্ব আদায়ের জন্য ট্রলার দুটি চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

জাহাজ আটকের খবর শুনলেও তা বুঝে পাননি বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাকিবুল হাসান।

বাংলাদেশ সময়:১৬০০ঘণ্টা, ফেব্রয়ারি ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।