ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জলাতঙ্ক দূরীকরণে কুকুরকে টিকা দেবে সিসিসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৪
জলাতঙ্ক দূরীকরণে কুকুরকে টিকা দেবে সিসিসি

চট্টগ্রাম: নগরীকে জলাতঙ্কমুক্ত করতে সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের গৃহীত টিকাদান কর্মসুচিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের কেবি আবদুস ছাত্তার মিলনায়তনে সিটি কর্পোরেশন এলাকায় কুকুরের টিকাদান (এমডিভি) কর্মসূচি সফলে আয়োজিত এক সভায় এ আশ্বাস দেন তিনি।



সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, বাংলাদেশে প্রতিবছর দুই হাজারের অধিক লোক জলাতঙ্কে মারা যায়। এরমধ্যে ৯৯ শতাংশই কুকুরের মাধ্যমে জলাতঙ্ক ছড়িয়ে থাকে।
কুকুর কামড়ের আধুনিক ব্যবস্থাপনা, ব্যাপক হারে কুকুরকে টিকাদান এবং কুকুরের পরিকল্পিত সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে দেশে জলাতঙ্ক নির্মূলের লক্ষে একটি কর্মকৌশল গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম নগরীতে জলাতঙ্কমুক্ত কর্মসূচী সফল করতে পরিচ্ছন্ন বিভাগের ৫০ জন কর্মচারীকে প্রশিক্ষণ কর্মসূচিতে সম্পৃক্ত হয়েছে জানিয়ে মেয়র বলেন, আগামী রোববার থেকে ৪ দিনব্যাপী কুকুরকে ভ্যাকসিন প্রদান কর্মসূচি সফল করতে হবে।

তিনবার এম ডিভি কার্যক্রম দেশজুড়ে পরিচালনা করা গেলে ২০২০ সালের মধ্যে বাংলাদেশ জলাতঙ্কমুক্ত হতে পারে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক বে-নজির।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সরফরাজ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, সচিব রশিদ আহমদ, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মমতাজুল হক, চট্টগ্রাম জেলা পানিসম্পদ উপ-পরিচালক স্বরূপ কুমার চক্রবর্তী, চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার, জেলা পানিসম্পদ কর্মকর্তা আব্দুল হাই ও কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী বক্তব্যে রাখেন।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।