ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী সাড়ে ১৭ হাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৪
কক্সবাজারে এসএসসি ও সমমানের পরীক্ষার্থী সাড়ে ১৭ হাজার

কক্সবাজার: কক্সবাজার জেলায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৭ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এরমধ্যে এসএসসি পরীক্ষার্থী ১০ হাজার ৯৬৪ জন, দাখিল পরীক্ষার্থী ৫ হাজার ৫৩ জন ও কারিগরি পরীক্ষার্থী এক হাজার ৪৭৯ জন।



কক্সবাজারসহ সারাদেশে একযোগে অভিন্ন প্রশ্নপত্রে কাল রোববার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। কক্সবাজারের ৩৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।


কক্সবাজার জেলা প্রশাসনের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে প্রাপ্ত তথ্য মতে, এসএসসিতে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৯৪ জন শিক্ষার্থী অংগ্রহণ করছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৪২১ জন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক হাজার ১৬১ জন, জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৯৫ জন, রামু খিজারী মডেল উচ্চ বিদ্যালয়ে ৩৫২ জন, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩৮১ জন, চকরিয়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ১৩৫৮ জন, চকরিয়া সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ে ১৩৭৭ জন, ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়ে ৩৫৯ জন, কুতুবদিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫৯১ জন, মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬৫৪ জন, কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ে ৩০৬ জন, মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ে ২৮৯ জন, উখিয়া উচ্চ বিদ্যালয়ে ৫৩৮ জন, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ে ২৩৬ জন, এজাহার উচ্চ বিদ্যালয়ে ৪২৪ জন, পেকুয়া জিএমসি ইনস্টিটিউশনে ৪৪৫ জন ও পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৮১ জন পরীক্ষার্থী অংশগ্রহণের কথা রয়েছে।

দাখিল পরীক্ষায় কক্সবাজার ইসলামীয়া মহিলা কামিল মাদরাসা কেন্দ্রে ৪০৩ জন, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসায় ৪৩৩ জন, কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসায় ৪১৩ জন, চকরিয়া আনওয়ারুল উলুম ফাজিল মাদরাসায় ৯১৭ জন, আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদরাসায় ৪৭৪ জন, কুতুবদিয়া বড়ঘোপ ইসলামিয়া ফাজিল মাদরাসায় ৩৩৮ জন, মহেশখালী পুটিবিলা ইসলামীয়া ফাজিল মাদরাসায় ৩৪৯ জন মহেশখাল-২ (কালামারছাড়া), কেন্দ্রে ৩১০ জন, টেকনাফ রঙ্গিখালী দারুল উলুম ফাজিল মাদরাসায় ২৭২ জন, পেকুয়া আনোয়ারুল উলুম আলিম মাদরাসায় ৪৭২ জন, রামু মেরংলোয়া রহমানিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় ৩৩২ জন, উখিয়া রাজাপালং এমইউ ফাজিল মাদরাসায় ৩৪০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এবার।

অন্যদিকে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় এবার কক্সবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৫৬৩ জন, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৭১ জন, রামু টেক্সটাইল ইনস্টিটিউটে ১৩৭ জন, চকরিয়া কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনে ২৯৬ জন, মহেশখালী আইল্যান্ড হাই স্কুলে ১৩৫ জন ও উখিয়ার নুরুল ইসলাম চৌধুরী বিএম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৭৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।