ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাকের ভেতর ৩০০০ ইয়াবা, আটক ১

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪
ট্রাকের ভেতর ৩০০০ ইয়াবা, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানার লালদিঘী এলাকায় পণ্যবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তিন হাজার ইয়াবা উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ট্রাক চালক নূরুল ইসলাম জীবনকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।



সোমবার ভোর পৌনে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ট্রাকে তল্লাশি চালিয়ে পুলিশ ইয়াবাগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বাবুল আক্তার বাংলানিউজকে জানান, লালদিঘী অভিমুখী ট্রাকটিতে তল্লাশির সময় চালকের পকেটে ৬’শ পিস এবং চালক ও সহকারীর আসনের সামনে মিটার বক্সের ভেতরে ১২টি নীল পলিব্যাগে মোড়ানো দু’হাজার ৪’শ পিস ইয়াবা পাওয়া গেছে।
উদ্ধার করা তিন হাজার ইয়াবার দাম প্রায় ৬ লক্ষ টাকা।  

আটক নুরুল ইসলাম জীবন কক্সবাজারের টেকনাফ উপজেলার নতুন পল্লান পাড়া এলাকার অলি আহম্মদের ছেলে।

ট্রাক চালানোর আড়ালে নূরুল ইসলাম ও তার সহকারী আব্দুল গফুর (২৩) ইয়াবা এনে চট্টগ্রামে বিক্রি করে। ট্রাকে তল্লাশি চালানোর সময় আব্দুল গফুরকে পাওয়া যায়নি।

এ ঘটনায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে বাবুল আক্তার জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।