ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে একুশের বইমেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৪
চট্টগ্রামে একুশের বইমেলা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে ১৩ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। সোমবার বিকেলে নগরীর মুসলিম হল প্রাঙ্গনে বইমেলার উদ্বোধন করেন সিটি মেয়র এম মনজুর আলম।



কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন করপোরেশনের প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, সচিব রশিদ আহমেদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, মেয়রের একান্ত সচিব মো. মঞ্জুরুল ইসলাম, প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ।


অনুষ্ঠানে সিটি মেয়র এম মনজুর আলম বলেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে প্রতিবছর একুশের স্মরণে বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে আসছে। নতুন প্রজন্মকে দেশের ইতিহাস সম্পর্কে জানানোর মধ্য দিয়ে তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার প্রয়াসে কর্পোরেশন একুশে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করেছে। একুশের চেতনার মধ্যেই স্বাধীনতার বীজ নিহিত ছিল। ’

তিনি নতুন প্রজন্মকে মেধায় ও মননে বিকশিত হয়ে ত্যাগ ও শ্রমের বিনিময়ে দেশ গড়ার সংগ্রামে আত্মনিয়োগের আহবান জানান।

এবারের বইমেলায় ঢাকা ও চট্টগ্রামের ১৮টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করেছে। মেলার এবারের স্লোগান ‘মাতৃভাষা বিকশিত হোক, বই হোক জীবনের আলো’। বইমেলায় প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে করপোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারী ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।