ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

যৌতুকের জন্য স্ত্রী নির্যাতনকারী স্বামীর কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪
যৌতুকের জন্য স্ত্রী নির্যাতনকারী স্বামীর কারাদণ্ড

চট্টগ্রাম: যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অপরাধে আব্দুর রহমান প্রকাশ মিল্টন সরকার (৩৫) নামে একজনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে আদালত তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন।



বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো.রেজাউল করিম এ রায় দিয়েছেন।

ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট চন্দন তালুকদার বাংলানিউজকে জানান, আসামী মিল্টন আনোয়ারা উপজেলার সিংহড়া গ্রামের জনৈক হরিশচন্দ্র সরকারের ছেলে।
২০০৮ সালের ১০ জানুয়ারি ধর্মান্তরিত হয়ে আব্দুর রহমান নাম ধারণ করে প্রতিবেশি সালেহা বেগমকে বিয়ে করেন মিল্টন।  

২০১০ সালের ৩০ এপ্রিল পাঁচ লক্ষ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে আব্দুর রহমান। এ ঘটনায় ওই বছরের ৩ মে আদালতে মামলা দায়ের করেন সালেহা বেগম। আদালতের নির্দেশে পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পাবার পর প্রতিবেদন দাখিল করে।

ওই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ২০১১ সালের ১০ মে আসামী আব্দুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বাদিসহ মোট ৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় দিয়েছেন।

আসামী আব্দুর রহমান জামিনে বেরিয়ে নিয়মিত হাজিরা দিলেও রায় ঘোষণার আগে থেকে  পলাতক হয়ে গেছে বলে জানান পিপি চন্দন তালুকদার।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।