ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উপজেলা নির্বাচন

ভোট গ্রহন শেষ, গণনা শুরু

মো. মহিউদ্দিন ও রিগান উদ্দিন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪
ভোট গ্রহন শেষ, গণনা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হাটহাজারী ও মিরসরাই থেকে: প্রথম দফা উপজেলা নির্বাচনে চট্টগ্রামের দুটি উপজেলা হাটহাজারী ও মিরসরাইয়ে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট গণনা চলছে।



সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে দুই উপজেলার ২০২ টি কেন্দ্রে ভোট গ্রহন চলেছে।

হাটহাজারী উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত উপজেলার প্রতিটি ভোট কেন্দ্রে ঘিরে ৫ স্তরের নিরাপত্তা বলয় থাকবে। উপজেলার প্রধান প্রধান সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে।

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে হাটহাজারীতে ১৪ ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১০৬টি ভোটকেন্দ্রে ভোট কক্ষ ৬৬৯টি। মোট ভোটার ২ লক্ষ ৬৫ হাজার ৩শত ৯৮। পুরুষ ভোটার ১ লক্ষ ৩৩ হাজার ৫শত ৪৭ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩১ হাজার ৮শ ৫১ জন।

হাটহাজারী উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- অধ্যক্ষ মো.ইসমাইল, মো.নাজিম উদ্দিন, মাহবুবুল আলম চৌধুরী, আবুল মনছুর, নুরুল আবছার চৌধুরী, অ্যাডভোকেট ফয়েজুল ইসলাম

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- নাছির উদ্দিন মুনির, উদয় সেন, আকতার হোসেন, নুরুল আবছার, অ্যাডভোকেট রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল, আইয়ুব খান, জসীম উদ্দিন,

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- সাজেদা বেগম, সৈয়দা সাহেদা সুলতানা, নূরী মাহফুজা ইউসুফ, মনোয়ারা বেগম, মরিয়ম বেগম

এদিকে মিরসরাইয়েও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ শেষ হয়েছে।

মিরসরাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মিরসরাই উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- গিয়াস উদ্দিন, নুরুল আমিন, শেখ আতাউর রহমান।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- ফেরদৌস হোসেন আরিফ, এনায়েত হোসেন নয়ন, মাঈন উদ্দিন মাহমুদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- রেহানা আক্তার, ইয়াছমিন আক্তার কাকলী, ইসমত আরা ফেন্সী।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, ফেব্রুয়ারী ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।