ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গন্তব্যে পৌঁছলো ‘ক্রিস্টাল গোল্ড’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মার্চ ২, ২০১৪
গন্তব্যে পৌঁছলো ‘ক্রিস্টাল গোল্ড’

চট্টগ্রাম: গন্তব্যে পৌঁছেছে সোমালীয় জলদস্যুদের তাড়া খেয়ে পাকিস্তানে আশ্রয় নেয়া বাংলাদেশি জাহাজ ‘ক্রিস্টাল গোল্ড’।

বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন জসিম উদ্দিন সরকার বাংলানিউজকে বলেন, রোববার জাহাজটি ইরানে পৌঁছে।

সেখান থেকে নিয়মিত বাণিজ্যে নিয়োজিত থাকবে।  

ভারতের কাডলা বন্দরে পণ্য খালাস করে ইরানের বন্দর আব্বাসে যাওয়ার পথে শুক্রবার বিকেলে আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের দুটি ছোট জাহাজ তাড়া করে।
জলদস্যূদের উপস্থিতি আঁচ করতে পেরে জাহাজের ক্যাপ্টেন জাকির হোসেন মালিক পক্ষের চট্টগ্রাম কার্যালয়ে বিপদ সংকেত পাঠায়।

এরপর জাহাজের মালিক পক্ষ সমুদ্র পরিবহন অধিদপ্তরের সহায়তায় পাকিস্তান নৌ বাহিনীর সহযোগিতা কামনা করেন। পরে পাকিস্তান উপকূল থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দুরে আশ্রয় নেয় জাহাজটি।

প্রায় ৪০ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতার জাহাজটি খালি থাকায় দ্রুত নিরাপদে পাকিস্তান উপকূলে ফিরতে সক্ষম হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছন।

বাংলাদেশ সময়:২১৩০ঘন্টা, মার্চ ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।