ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বন্দরে ক্লিংকারবাহী জাহাজ থেকে হুইস্কি-বিয়ার উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪
চট্টগ্রাম বন্দরে ক্লিংকারবাহী জাহাজ থেকে হুইস্কি-বিয়ার উদ্ধার

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অবস্থান করা একটি বিদেশি জাহাজে অভিযান চালিয়ে ৭০০ বোতল হুইস্কি ও এক হাজার ৫০০ বোতল বিয়ার উদ্ধার করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।  

গত বৃহস্পতিবার গভীর রাতে উদ্ধারের পর রোববার চট্টগ্রাম কাস্টমস হাউসে কায়ীক পরীক্ষা করা হয়।

উদ্ধারকৃত হুইস্কি ও বিয়ারের বাজার মূল্য ৪০ লাখ টাকা।

জাহাজের নাবিকরা এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে কাস্টমস কর্মকর্তারা ধারণা করলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি কাস্টমস।


চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার (রামেজ শাখা) শামীমুল আলম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মালয়েশিয়া থেকে সিমেন্ট ক্লিংকার নিয়ে আসা পানামা পতাকাবাহী ‘থাই বিনবে’ জাহাজে তল্লাশি চালানো হয়।

অভিযানে ৭০০ বোতল হুইস্কি ও দেড় হাজার বোতল বিয়ার উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

শামীম বলেন, হুইস্কি ও বিয়ার জাহাজ থেকে খালাস করতে একটি বোট অপেক্ষা করছিল। কাস্টমস কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

থাই বিনবে জাহাজটির স্থানীয় এজেন্ট বেনকন শিপিং এজেন্ট‘র সিনিয়র ম্যানেজার (অপারেশন) মতিউর রহমান বাংলানিউজকে জানান, জাহাজটিতে হেডেলবার্গ সিমেন্ট কোম্পানীর ১২ হাজার ৫০৫ মেট্রিক টন সিমেন্ট ক্লিংকার রয়েছে।

তবে জাহাজ থেকে হুইস্কি ও বিয়ার উদ্ধারের বিষয়ে তারা অবগত নয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়:১৪৩০ঘণ্টা, মার্চ ১৬, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad