ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে গাঁজা বিক্রির অপরাধে নয়জনকে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪
চট্টগ্রামে গাঁজা বিক্রির অপরাধে নয়জনকে কারাদণ্ড

চট্টগ্রাম: চট্টগ্রামে গাঁজা বিক্রয় ও সেবনের অপরাধে নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগম এ কারাদণ্ড দেন।



রোববার রাতে নগরীর চান্দগাঁও ও স্টেশন রোডে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে এ নয়জনকে মাদকদ্রব্যসহ হাতেনাতে আটক করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা প্রাপ্তরা হলেন রফিকুল ইসলাম, মো. সেলিম, ওসমান গনি, মো. জলিল, মো. দিদার, রঞ্জন চক্রবর্তী, মীর আবুল হোসেন, মো. জসিম ও মো. মুন্না।


এদের মধ্যে রফিক, সেলিম ও ওসমানকে ছয় মাস, জলিল, দিদার ও রঞ্জন চক্রবর্তীকে তিন মাস এবং আবুল হোসেন, জসিম ও মুন্নাকে এক মাস করে বিনাশ্রম ‍কারাদণ্ড দেওয়া হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘ দিন ধরে গাঁজা বিক্রির মাধ্যমে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এবং এলাকার পরিবেশ নষ্ট করে বলে স্থানীয় লোকজনের অভিযোগ রয়েছে।

একই অভিযানে অপিয়েট মিশ্রিত হর্স ফিলিংস বিক্রির অপরাধে তিনজনকে মোট ৮ হাজার  ৫০০ টাকা জরিমানা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad