ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রিক্সা চালক ছিদ্দিকুর রহমান হত্যা, গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪
রিক্সা চালক ছিদ্দিকুর রহমান হত্যা, গ্রেফতার ৫ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর বন্দর থানার নিমতলা এলাকায় রিক্সা চালক ছিদ্দিকুর রহমান হত্যা মামলায় পাঁচ জনকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মনির হোসেন পারভেজ ওরফে ট্যাবলেট মনির (২০), নুরুল আবছার (২১), মো. আল আমীন (২০), মো. সোহাগ (১৯) ও মো. সোহেল (২২)।



পুলিশ জানায়, গত ৬ ফেব্রুয়ারি ছিদ্দিকুর রহমান হত্যার ঘটনা ঘটলেও লাশ সনাক্ত হয় ১৫ ফেব্রুয়ারি। লাশ সনাক্তের পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা ট্যাবলেট মনিরকে গ্রেফতার করে।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক বাকি আসামীদের গ্রেফতার করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বাবুল আক্তার  বাংলানিউজকে বলেন, ছিদ্দিকুর রহমান ব্যাটারি চালিত রিক্সা চালাতো। মূলত রিক্সা ছিনতাইয়ের  উদ্দেশ্যে তাকে খুন করা হয়েছে।

তিনি জানান, হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে মনির হোসেন ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন।

বাংলাদেশ সময় ১৪৫৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।