ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে এইচ আইভি আক্রান্ত শিশুদের নিয়ে অনুষ্ঠান

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪
চট্টগ্রামে এইচ আইভি আক্রান্ত শিশুদের নিয়ে অনুষ্ঠান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: জাতীয় শিশু দিবস উপলক্ষে এইচ আইভি আক্রান্ত শিশুদের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে আশার আলো সোসাইটি ও সেভ দ্য চিলড্রেন।

অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প বলা, গান, নৃত্যসহ নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা আশার আলো সোসাইটির সদস্য যেখানে ১৫ জন শিশু ও তাদের কেয়ারগিভার (মা-বাবা) অংশ গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের হাতে পুরষ্কার দেয়া হয়।


অনুষ্ঠান পরিচালনা করেন রোকসানা মোস্তাফিজ ( প্রজেক্ট অফিসার), দীপান্বিতা কুন্ড (মনিটরিং এন্ড ইভালেশান অফিসার ) এবং তাহিতি আহমেদ (কমিউনিটি ওয়ার্কার)।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪০ঘণ্টা, মার্চ ১৭,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।