ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে খেলাঘরের বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪
চট্টগ্রামে খেলাঘরের বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

চট্টগ্রাম: প্রতিকৃতিত পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃিতক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করেছে খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটি।

জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে খেলাঘর।

এরপর মোমিন রোডে মনিরুজ্জামান ইসলামাবাদী মেমোরিয়াল হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সভাপতি অধ্যাপক ডা.এ কিউ এম সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী রূপক চৌধুরীর সঞ্চালনায় বঙ্গবন্ধু কীর্তিময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন খেলাঘর চট্টগ্রাম মহানগরী কমিটির সহ-সভাপতি কবি আশীষ সেন, শিক্ষাবিদ অজিত আইচ, অ্যাডভোকেট সফিউল আলম, এরশাদ হোসেন, সম্পাদকমন্ডলীর সদস্য মোর্শেদ আলম চৌধুরী, এসকেন্দার আলী, অলক চৌধুরী, মিজানুর রহমান ইউনুছ, প্রদ্যুৎ বড়ুয়া, রুবেল দাশ প্রিন্স, সাবেকুন নাহার ঝর্ণা, ইমতিয়াজ উদ্দিন, মনোয়ার জাহান মনি, সালমা জাহান মিলি, কেন্দ্রীয় সদস্য রিপন বড়ুয়া, অর্পিতা বসু প্রমুখ।


আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু আমৃত্যু শিশু-কিশোর সংগঠন খেলাঘরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে তিনি বাংলাদেশ শিশু একাডেমী প্রতিষ্ঠা করেছিলেন।

বক্তারা আরও বলেন, শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। দেশে স্বাধীনতার ঘোষক নিয়ে যে মিথ্যা বিভ্রান্তি ছড়ানো হয়, তার বিপরীতে শিশুদের সঠিক তথ্য জানাতে হবে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।