ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়া জামায়াত সেক্রেটারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
রাঙ্গুনিয়া জামায়াত সেক্রেটারি আটক ছবি: প্রতীকী

চট্টগ্রাম: রাঙ্গুনিয়ার দোভাষি বাজার এলাকা থেকে উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. ফিরোজ আলম ভুঁইয়াকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে তাকে আটক করা হয়।



তার বিরুদ্ধে বিজিবির উপর হামলাসহ বিভিন্ন নাশকতার কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ বাংলানিউজকে জানান, ৫ এপ্রিল রাতে বিজিবির একটি দল অবৈধ কাঠ উদ্ধারের জন্য রাঙ্গুনিয়ার কোদালা ইউনিয়নের একটি করাত কলে অভিযান চালায়।
এসময় কাঠ ব্যবসায়ীদের একটি দল বিজিবির উপর হামলা চালিয়ে আটককৃত কাঠ ছিনিয়ে নেন। এঘটনায় পরদিন বিজিবির সুবেদার আবদুল করিম বাদী হয়ে ১৭জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দুই শতাধিক ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করেন। এঘটনায় ফিরোজ আলমকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। এছাড়া রাঙ্গুনিয়ায় বিভিন্ন সময় সংগঠিত নাশকতার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ২২০৫ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।