ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘চট্টগ্রাম পাহাড়শূন্য হতে যাচ্ছে’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৪
‘চট্টগ্রাম পাহাড়শূন্য হতে যাচ্ছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: পাহাড় কাটা বন্ধে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার দাবি জানিয়েছে চট্টগ্রামের বিভিন্ন পরিবেশবাদী সংগঠন।

শনিবার বিকেলে নগরীর প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধন ও নাগরিক সমাবেশ থেকে তারা এ দাবি জানান।

জনউদ্যোগ ও পরিবেশ ছাত্র ফোরাম নামে দুটি সংগঠন এ কর্মসূচীর আয়োজন করে।

সমাবেশে পরিবেশ আন্দোলনের কর্মী ও চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, দীর্ঘদিন ধরে দুর্বৃত্তরা চট্টগ্রামে নির্বিচারে পাহাড় কেটেই চলেছে।
প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় পাহাড়খেকোরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। দিনেরাতে অবৈধ উপায়ে পাহাড় দখল করে অব্যাহতভাবে পাহাড় কাটার উৎসবে মেতেছে ভূমিদস্যুরা।

জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা না নেয়ায় পাহাড় কেটে চট্টগ্রামকে ‘পাহাড়শূন্য’ করা হচ্ছে বলে অভিযোগ করেন সমাবেশের বক্তারা।

পাহাড় ধ্বংসকারীদের শাস্তি নিশ্চিতসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ দায়িত্ব পালনের পাশাপাশি চট্টগ্রামবাসীকেও প্রতিরোধ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।  

জনউদ্যোগের সমন্বয়ক শ্যামল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিবেশ ছাত্র ফোরামের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ আতিকুর রহমান, আরিফুল হক, সালাউদ্দীন তানসেন, রবিউল হাফিজ, কাজী সালাহউদ্দিন প্রমূখ।

বাংলাদেশ সময়: ১১১১ঘণ্টা, এপ্রিল ১২,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।