ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি ছাত্রী হলের দরজা ভাঙল ছাত্রলীগ কর্মী

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪
চবি ছাত্রী হলের দরজা ভাঙল ছাত্রলীগ কর্মী

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা ছাত্রী হলের দরজা ভেঙে দিয়েছে এক ছাত্রলীগ কর্মী। রোববার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

 

শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের কর্মী এবং ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আরাফাত এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় জড়িত ওই ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক ড.মাহবুবুল হক।


প্রীতিলতা হলের প্রভোস্ট অধ্যাপক ড.মাহবুবুল হক ঘটানার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, আরাফাত নামের এক শিক্ষার্থী হলের দরজার কাচ ভেঙ্গে দ্রুত পালিয়ে যায়।

আরাফাত ইতিহাস বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রীতিলতা হলের সামনে ছাত্রলীগ কর্মী আরাফাত তার দুই বান্ধবীর সঙ্গে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এর এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে প্রীতিলতা হলের দরজা ভেঙ্গে দেয়। ঘটনার পর হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরা আসার আগেই দ্রুত পালিয়ে যায় সে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।